তেলিয়ামুড়া, ১০ নভেম্বর : ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম এর রাজনৈতিক কর্মসূচী যেখানে না থাকার মত, সেই জায়গায় সক্রিয় কংগ্রেস দল। নানা কর্মসূচীর মধ্যে চলছে রাজ্য জুড়ে সংহতি পদযাত্রা।
ভারতের জাতীয় কংগ্রেসের রাজ্যব্যপী সংহতি পদযাত্রার অঙ্গ হিসেবে রবিরার তেলিয়ামুড়াস্থিত ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির সামনে থেকে কংগ্রেসের সংহতি পদ যাত্রা শুরু হয়। এই সংহতি পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল, কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা।
এই পদযাত্রায় উপস্থিত নেতৃত্বরা জানান ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস থেকে শুরু হয় এই পদযাত্রা এবং সমাপ্তি হবে উনার জন্ম দিবসে। এই পদযাত্রা ইন্দীরা গান্ধীর মর্মর মূর্তির সামনে থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তিনগরস্থিত কংগ্রেস ভবনে এসে সমাপ্ত হয়।