যানজট নিরসনে বটতলার পর জিবি বাজারে ট্রাফিক পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান

আগরতলা, ৭ নভেম্বর : রাজধানী আগরতলা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হল জিবি বাজার এলাকা। বটতলা বাজারের পর এবার ট্রাফিক পুলিশ সুপার মানিক লাল দাসের নেতৃত্বে ট্রাফিক দপ্তর অভিযান চালায় জিবি বাজার এলাকায়। দীর্ঘদিন ধরে জিবি বাজারে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অবৈধভাবে দোকানদারী করে চলেছেন।

চলাচলের রাস্তা বেআইনিভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী। তাতে বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। তাছাড়া বাজার এলাকায় যত্রতত্র গাড়ি, বাইক, স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করা হচ্ছে। বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে গাড়ি। যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে।

এদিন ট্রাফিক পুলিশ সুপার জানান, ট্রাফিক বিধি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে যা করার দরকার দপ্তর তা করছে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে বৃহৎ অংশের জনগণ ট্রাফিক বিধি সম্পর্কে সচেতন নন। তাই এই এলাকায় যে ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তাদের উদ্যোগে বৈঠক করা হবে। জিবি বাজার এলাকায় যে সমস্যা রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে এবং প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সুপার মনিক লাল দাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?