বিলোনিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু নার্সারীর ছাত্রের

বিলোনিয়া, ৬ নভেম্বর : বাবু কোথায়, ফিরে আয় মায়ের কোলে। সোনা বাবু আমার উঠ। বারবার চিৎকার করে কাঁদতে কাঁদতে সন্তানকে বলছে মা বলে ডাকার জন্য। কিন্তু সেই ছোট্ট শিশুটি কোন সাড়া দিচ্ছে না। কোন সাড়া না পেয়ে শিশুটির মা বারবার জ্ঞান হারাচ্ছেন। এমনই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া হাসপাতালে উপস্থিত রোগীসহ রোগীর আত্মীয় পরিজন ও অন্যান্য লোকেরা। হাসপাতাল চত্বরে শোকের পরিবেশ। নারী পুরুষ সব বয়সীদের দুই চোখে জলে টলমল।

বিলোনিয়া সরকারী ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের প্রি কেজি’র থ্রি এর ছাত্র তৃপ্ত বিশ্বাস। বয়স সাড়ে চার বছর। বাবা কালিপদ বিশ্বাস। বাড়ি ঝরঝরি এলাকায়। বিদ্যালয় ছুটির পরে মায়ের সাথে বাড়িতে যাওয়ার সময় মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ল সাড়ে চার বছরের তৃপ্ত। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ঝরঝরি এলাকায় বুধবার সাড়ে দশটা নাগাদ। মায়ের সামনেই এই দুর্ঘটনাটি ঘটে। মা হতভম্ব। শুরু হয় চিৎকার চেঁচামেচি। ছুটে আসে এলাকাবাসীরা। গুরুতর আহত তৃপ্তকে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তৃপ্তকে মৃত বলে ঘোষণা দেয়। এই ঘোষণা হতেই হাসপাতালের চত্বরে কান্নার রোল।

খবর পেয়ে বিলোনিয়া থানার ওসি শিবু দে সহ পুলিশ কর্মীরা পৌঁছেন। পরিবার-পরিজনদের সাথে কথা বলার পর দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, স্কুল ছুটি হওয়ার পর সাড়ে চার বছরের সন্তান তৃপ্তকে সাথে নিয়ে মা একটি অটো করে বাড়ির সামনে যাওয়ার পর অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময় হঠাৎ তৃপ্ত বাড়িতে প্রবেশ করার জন্য দৌড় দিয়ে রাস্তা পার হতে গেলে উল্টো দিক থেকে আসা মারুতি ভ্যান ধাক্কা দেয় তৃপ্তকে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে আহত হয় তৃপ্ত। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিলোনিয়াজুড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?