বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে জোর তৎপরতা, জেলায় জেলায় বৈঠক ও কর্মশালা

আগরতলা, ৪ নভেম্বর : ২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী সদস্যতা অভিযান শুরু হয়। ৩ সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে ত্রিপুরায় এই সদস্যতা অভিযান শুরু হয়। দুই পর্বের এই অভিযানের ইতিমধ্যেই প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় পর্বের সদস্যতা অভিযান। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর শুরু হবে সাংগঠনিক নির্বাচন।

সাংগঠনিক নির্বাচনে প্রথমেই হবে সক্রিয় সদস্য নির্বাচন। এর আগে সোমবার থেকে প্রতিটি জেলায় সাংগঠনিক পর্ব নিয়ে বিজেপির বৈঠক ও কর্মশালা শুরু হয়েছে। সোমবার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সভাগৃহে বিজেপির সদর শহর জেলা কমিটির সক্রিয় সদস্যতা এবং সাংগঠনিক নির্বাচন নিয়ে বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভৌমিক ও সুবল ভৌমিক, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা

এদিন এই কর্মশালা প্রসঙ্গে বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য জানান, সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিজেপির দশটি সাংগঠনিক জেলার সক্রিয় সদস্যদের নামের তালিকা প্রকাশ হবে। এরপর শুরু হবে সাংগঠনিক নির্বাচন। বুথ স্তর থেকে এই নির্বাচন শুরু হবে। এরপর ক্রমশ মন্ডল, জেলা, রাজ্য এবং রাষ্ট্রীয় স্তরে সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সাংগঠনিক নির্বাচনকে সুচারু রূপ দিতেই এদিন এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?