খোয়াই সীমান্তে ভারতীয় দুই সহযোগী সহ বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ

খোয়াই, ৩০ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় দুই সহযোগী সহ এক বাংলাদেশী নাগরিককে আটক করল বি এস এফ। ঘটনা খোয়াই সীমান্ত এলাকায়।

দালালের সহযোগীতায় অবৈধভাবে সীমান্ত দিয়ে পারাপারের সময় বি এস এফ এর হাতে আটক হয় বাংলাদেশী যুবক সহ দুই ভারতীয় সহযোগী। আটক বাংলাদেশী যুবকের নাম নীল দাস(৩৪)। বাংলাদেশের নরসিনদি জেলার ভেলানগরে তার বাড়ি বলে জানা গেছে। অপরদিকে ভারতীয় দুই সহযোগীরা হলেন মুতাবার আলি ও সুপ্রভাত দাস।

জানা গিয়েছে, কুড়িদিন আগে নীল দাস অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলায় তার মাসীর বাড়িতে বেড়াতে যায়। কুড়িদিন বাদে পুনরায় বাংলাদেশে ফেরার জন্য ত্রিপুরায় আসে। খোয়াই জেলার উত্তর দুর্গানগরস্থিত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য স্থানীয় মুতাব্বর আলীর সাথে ১০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়। সেই মোতাবেক মঙ্গলবার রাতে মতাব্বর আলী ও তার সহযোগী সুপ্রভাত দাস নীল দাসকে অবৈধভাবে বাংলাদেশে পাঠাতে গেলে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ এবং বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে আটক হয় ওই তিন যুবক।

পরবর্তী সময়ে আটক বাংলাদেশি নীল দাস সহ দুই ভারতীয় দালালকে খোয়াই থানায় হস্তান্তর করে বিএসএফ। খোয়াই খানার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে জেলা আদালতে সোপর্দ করে। আদলত তিনজনকেই জেল হাজতের নির্দেশ দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?