সদস্যপদ অভিযানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া বিজেপির ভিতকে আরও মজবুত করবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ অক্টোবর : ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। ১২ লক্ষ সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রদেশ বিজেপি -র কার্যকর্তারা মানুষের কাছে যাচ্ছে।সদস্যপদ তালিকাভুক্তির সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানুষও বিজেপির সদস্য হওয়ার জন্য প্রবল আগ্রহ দেখাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে এখন পর্যন্ত ৬ লক্ষ সদস্য গ্রহণ করা সম্ভব হয়েছে।

এই সদস্যতা অভিযান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রেও জারি রেখেছেন। মঙ্গলবার এমনটাই দেখা গেল মুখ্যমন্ত্রীর নিজ কেন্দ্রের ১৬ নং ওয়ার্ড অন্তর্গত রামনগর তিন নম্বরে সদস্যতা অভিযানে। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সকলকে এগিয়ে এসে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করার জন্য আহবান রাখেন। তার পাশাপাশি সদস্যপদ অভিযানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ভারতীয় জনতা পার্টির ভিত্তিকে আরও মজবুত করবে। ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা রয়েছে। সদস্যতা অভিযানে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এই আস্থার প্রমাণ তুলে ধরেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন বাংলাদেশে সরকার পরিবর্তনের পড়ই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি দেখা দেয়। কথাবার্তা চলছে সম্পর্ক যাতে অবনতি না হয়। তিনি আরও বলেন সময় কথা বলবে। আমরা কোথায় আছি বাংলাদেশ কোথায় আছে। আমরা তো আমাদের জায়গায় আছি বাংলাদেশে অস্থিরতা। আগে যেভাবে আর্থিক উন্নয়ন হয়েছিল বর্তমানে তা ভেঙ্গে পড়েছে। ভারতের সাথে সম্পর্ক ভালো থাকলে তাদের উন্নয়ন হবে। অপেক্ষা করতে হবে, দেখতে হবে, কি অবস্থা দাঁড়ায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?