আগরতলা, ২৭ অক্টোবর : রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৫ তম মন কি বাত অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান আগরতলা পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডে সরাসরি সম্প্রচার করা হয়।এই ওয়ার্ডের অন্তর্গত স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সম্প্রচার করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির পশ্চিম জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন কি বাত অনুষ্ঠানের ইনচার্জ রতন ঘোষ, বনমালীপুর মন্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সারা বিশ্বে আলোচিত। শুধু ভারতবাসীরাই নন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনেন। এই ধরনের অনুষ্ঠান কোন দেশে হয় না। মুখ্যমন্ত্রী আরও জানান, ১১৫ তম মন কি বাত অনুষ্ঠানে সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয় উত্থাপন করে দেশবাসীকে ভয় মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।