ত্রিপুরায় অনলাইনে বিজেপির সদস্যপদ নিয়েছেন ৭ লক্ষ ৮০ হাজার মানুষ : প্রদেশ সভাপতি রাজীব

আগরতলা, ২৭ অক্টোবর : সারা দেশের সাথে ত্রিপুরায়ও ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযান চলছে। গত তিন সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে রাজ্যে এই অভিযান শুরু হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্বের সদস্যতা অভিযান চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার ভারতীয় জনতা মহিলা মোর্চার ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে সদস্যতা অভিযানের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, ৬ আগরতলা মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে যোগদান করে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, সারা রাজ্যে জোর কদমে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান কর্মসূচি চলছে ।সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলিতে জনগণের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে ।দেশের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে মানুষ বিজেপির সদস্যতা অভিযানে যোগদান করছেন। তথ্য দিয়ে প্রদেশ বিজেপি সভাপতি জানান, শনিবার পর্যন্ত রাজ্যে অনলাইনে ৭ লক্ষ ৮০ হাজার সমর্থক সদস্যপদ গ্রহণ করেছেন। এছাড়া অফলাইনে দু’লক্ষ লোক সদস্যপদ গ্রহণ করেছেন।

বিজেপি মহিলা মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত সদস্যতা অভিযানে ব্যাপক সংখ্যক মহিলারা অংশগ্রহণ করেন। মহিলাদের উৎসাহ উদ্দীপনা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রদেশ বিজেপি সভাপতি। এর জন্য মহিলা মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির সভানেত্রী এবং রাজ্য বিজেপি নেত্রী পাপিয়া দত্তকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?