বক্সনগর, ২৪ অক্টোবর : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ মানব চোরাচালানের দালাল সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এর কাছে খবরের সত্যতা জানতে চাইলে তিনি স্বীকার করেছেন এবং জানান ঘটনার রহস্য অনেক গভীর। তবে পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। ওসি জানান, বুধবার দুপুরে বিএসএফ সহ যৌথ অভিযান চালিয়ে দুর্লভপুর সীমান্ত এলাকা থেকে এক মহিলাকে আটক করা হয়েছে। ওই মহিলার নাম স্বপ্না আক্তার, বয়স ২৪ বছর। বাড়ি বাংলাদেশের মুনদা আমর এলাকায়। তার সূত্র ধরে পাঁচজনকে আটক করে চারজনকে বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হয়।
ধৃতদের মধ্যে একজন পুরুষ মানব চোরাচালানের দালাল। তাকে আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে। বৃহস্পতিবার যে চারজনকে আটক করা হয় তার মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে। একজনের নাম মিস আহমেদ (২০), বাড়ি লালমাটিয়া, বাংলাদেশের ঢাকায়। দ্বিতীয়জনের নাম রিয়া আক্তার, বাড়ি নরসিংদী। অপর দুইজন মানব চোরাচালানের দালাল হিসেবে আটক করা হয়েছে। তার মধ্যে একজন আবুল কালাম মূল মাস্টারমাইন্ড। এছাড়া অপরজন আয়েশা বেগম। উভয়ের বাড়ি যাত্রাপুর থানা এলাকার সীমান্ত গ্রাম কালী কৃষ্ণনগর।