তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর : ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি ব্লকে বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনজাতিদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্লক সহ বেশ কয়েকটি দপ্তরের আধিকারিকদের সাথে জরুরী বৈঠক করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্বমা।
প্রথমে মন্ত্রী বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামি ব্লক এলাকার বসবাসকারী বিভিন্ন জনজাতি অংশের মানুষদের কাছ থেকে ল এলাকার কি কি অভাব অভিযোগ রয়েছে সেগুলি শুনেন। পরে তিনি অভিযোগের ভিত্তিতে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর, পূর্ত দপ্তর এবং কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। এলাকাগুলির সমস্যা দূরীকরণের লক্ষ্যে ব্লকের বিডিও দীপ্তনু দেববর্মাকে পঞ্চায়েত সচিব এবং জিআরএসদের নিয়ে জরুরী বৈঠকের ব্যবস্থা করার নির্দেশ দেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা ব্লক এলাকার জনগণের কাছ থেকে অভিযোগ শুনেন এবং বিভিন্ন সরকারি অসমাপ্ত কাজগুলি দ্রুত সমাপ্ত করার জন্য উপস্থিত জি আর এস এবং পঞ্চায়েত সচিবদের নির্দেশ দেন। পঞ্চায়েতের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় তার জন্য সচিবদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।