আগরতলা, ২১ অক্টোবর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সোমবার দেবেন্দ্রচন্দ্র নগরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট এবং কমন বায়ো মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সেন্টার পরিদর্শন করেন। তাছাড়া তিনি ইন্দ্রনগরে ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং বনমালীপুরে ফ্লাড পাম্প হাউজ পরিদর্শন করেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আগরতলা পুরনিগম পরিচালিত ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আগরতলার ড্রেনেজ সিস্টেম আধুনিকীকরণ করতে হবে। কমন বায়ো মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সেন্টার পরিদর্শন করে রাজ্যপাল বলেন, বর্জ্য ব্যবস্থাপনা যেকোন আধুনিক শহর বা দেশের কাছে বড় সমস্যা। এই কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিদর্শনের সময় আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব রাজ্যপালকে স্বাগত জানান এবং প্রকল্পগুলির বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। রাজ্যপালের পরিদর্শনের সময় রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, আগরতলা পুরনিগমের পদস্থ আধিকারিকরা এবং বিভিন্ন প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনীয়ার ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।