পুষ্পজয় ত্রিপুরার খুনিদের গ্রেপ্তারের দাবিতে গন্ডাছড়ায় মিছিল সিপিআইএমের, থানা ঘেরাও

গন্ডাছড়া, ২১ অক্টোবর : অবিলম্বে পুষ্পজয় ত্রিপুরার খুনিদের গ্রেপ্তার করতে হবে। দুষ্কৃতীদের আক্রমণে নিহত পুস্পজয় ত্রিপুরার পরিবারে একটি সরকারী চাকুরী এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়াও গোটা রাজ্যে খুন, হত্যা এবং লুটপাটের জন্য রাজ্য সরকারকে দায়ী করে সোমবার গন্ডাছড়ায় বিক্ষোভ মিছিল এবং গন্ডাছড়া থানা ঘেরাও করল সিপিআইএম।

এদিন বেলা ১২টায় সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় অফিস থেকে কর্মী সমর্থকদের একটি মিছিল গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মিছিলটি থানার সামনে এসে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এমনকি পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে এক সময় বিক্ষোভকারীরা থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ এবং দুর্বার শ্লোগানে মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য ছিল থানা পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ কর্মীরা। থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক উত্তেজিত ছিল মহিলা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে পুষ্পজয় ত্রিপুরার খুনিদের গ্রেপ্তার করতে হবে। পরিকল্পিতভাবে খুন হওয়া পুস্পজয়ের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

প্রসঙ্গত গন্ডাছড়া মহকুমার রানীপুকুর এডিসি ভিলেজের কালামাটির বাসিন্দা পুষ্পজয় ত্রিপুরা। পরিকল্পিত ভাবে খুন হওয়া পুস্পজয় ত্রিপুরা কালামাটির নাগরাজ বটবৃক্ষ ও শিব মন্দিরের পার্শ্ববর্তী বাড়িতে পরিবারের অন্যান্যদের সঙ্গে বসবাস করত। অভিযোগ ৫ই অক্টোবর জনা কয়েক যুবক টাকা দেওয়ার কথা বলে পুষ্পজয়কে বাড়ী থেকে ডেকে আনে। ওইদিন রাতে গুরতর আহত অবস্থায় গন্ডাছড়া মহকুমার একটি পরিত্যাক্ত ইট ভাট্টার পাশে পাওয়া যায় তাকে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পুষ্পজয়কে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা টেপানিয়ায় গোমতী জেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় জিবিপি হাসপাতালে। আট অক্টোবর রাতে পুষ্পজয়ের মৃত্যু হয়।

পুষ্পজয় ত্রিপুরার পরিবারের পক্ষে নামধাম দিয়ে গন্ডাছড়া মহকুমা থানায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেন পুলিশ পুস্পজয় ত্রিপুরার খুনিদের গ্রেপ্তার করছে না। তার প্রতিবাদেই সোমবারের এই বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি। অবিলম্বে পুষ্পজয়ের খুনিদের গ্রেপ্তার করা সহ পুষ্পজয়ের পরিবারকে একটি সরকারী চাকুরী এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি পূরণ প্রদান করতে হবে নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটি। সোমবারের ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাইমাভ্যালীর প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, দলের বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, দশরানী ত্রিপুরা, অর্চনা দাস, শৈলেশ দাস এবং সুশান্ত হাজারী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?