বিলোনিয়া, ২১ অক্টোবর : দক্ষিণ ত্রিপুরা জেলা ও বিলোনিয়া মহকুমা জুড়ে তামাকমুক্ত অভিযানের কোন ধরনের জনসচেতনতার উদ্যোগ গ্রহণ করেনি দপ্তর। শুধুমাত্র জরিমানায আদায় করাই মূল উদ্দেশ্য বলে অভিযোগ করলেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা।
সোমবার তামাক মুক্ত যুব অভিযান এর অঙ্গ হিসাবে দক্ষিণ ত্রিপুরার জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তত্ত্বাবধানে বিলোনিয়া মহকুমার কলেজ স্কোয়ার, মাতাই বাজার এবং মাইছরা বাজার ও আশেপাশের স্কুল এলাকায় অভিযান চালানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর এবং বিলোনিয়া থানার যৌথ অভিযানে তামাক আইনের ধারা ৪ অর্থাৎ জনবহুল এলাকায় ধূমপান নিষিদ্ধ, তামাক আইনের ৬(এ) অর্থাৎ আঠার বছরের কম বয়সী যেকোন ব্যক্তির কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ এবং ধারা ৬(বি) অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি না করে চালানো হচ্ছে শুধু জরিমানা আদায়ের অভিযান। এই নিয়ে ক্ষোভ দেখা গেছে ব্যবসায়ীদের মধ্যে।
অভিযানে ১৪ জন দোকানদারকে ২১০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল তামাক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা। কিন্তু সে বিষয়ে দপ্তরের কোন বিন্দুমাত্র জন সচেতনতার উদ্যোগ নেই। নেই কোন প্রচার অভিযান।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ইনস্পেক্টিং অফিসার অফ ড্রাগ আদিত্য প্রকাশ চাকমা, জেলা নোডাল অফিসার ডাঃ অলক দাস, জেলা পরামর্শক অরিজিৎ দাস এবং বেলোনিয়া থানার পুলিশ কর্মীরা। দপ্তরের এক আধিকারিক জানান আগামীদিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিন্তু সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের একই কথা আগে জনসচেতনতা বৃদ্ধি করা হোক, প্রচার অভিযান তেজী করা হোক, তারপর জরিমানা আদায়ে নামুক দপ্তর।