স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। বর্তমানে আমাদের রাজ্যে করোনা আক্রান্ত রোগীদের সুুস্থতার হার বেড়েছে৷ বর্তমানে এই হার রয়েছে ৮৭.৩১ শতাংশ৷ আজ মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান৷ তিনি জানান, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হচ্ছে ১৪,৮১০ জনের৷ রাজ্যে পজিটিভিটির হার রয়েছে ৬.৮৪ শতাংশ৷ মৃত্যর হার রয়েছে ১.১০ শতাংশ৷ আজ করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন৷ এছাড়া সেপ্ঢেম্বরের প্রথম সপ্তাহে ৪০ জন, দ্বিতীয় সপ্তাহে ৫৫ জন, ত’তীয় সপ্তাহে ৪১ জন, চতুর্থ সপ্তাহে করোনায় ২৫ জন মারা যান৷
অক্টোবরের প্রথম সপ্তাহে ২৫ জন এবং দ্বিতীয় সপ্তাহে ১৬ জন মারা যান৷ ১ সেপ্ঢেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৫৫০ জনের৷ তিনি জানান, রাজ্য সরকার সুুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা সংবাদমাধ্যমের উপদেশ, পরামর্শ ও প্রস্তাব গ্রহণ করে কোভিড-১৯-এর মোকাবিলায় কাজ করছে৷ দুর্গাপূজার আগে সমস্ত জনবহুল এলাকায়, পঞ্চায়েত ও ভিলেজ এলাকার জনগণকে কোভিড-১৯-এর বিষয়ে আরও সচেতন করে তোলা হবে৷ এজন্য তিনি রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন৷