আগরতলা, ১৭ অক্টোবর : বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করা এবং বিভিন্ন রাজ্যে পাঠানোর সাথে জড়িত দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগরতলা রেল স্টেশনের জিআর থানার পুলিশ বিএসএফের সহায়তা নিয়ে মতিনগর সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় দালালকে গ্রেফতার করেছে৷
আগরতলা জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, মতিনগর গিলামুড়া এলাকার শাহিদুল ইসলাম এবং ইউনুস মিয়া নামে দুই দালাল দীর্ঘদিন ধরে বাংলাদেশী নাগরিকদের এপারে নিয়ে আসার ব্যবস্থা করছে৷ সেই সাথে তারা বাংলাদেশীদের এখানে আনার পর রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর কাজে জড়িত৷ গত কিছুদিনে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই দুই দালালের সন্ধান পাওয়া যায়৷ সেই মোতাবেক পুলিশ এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে৷ বৃহস্পতিবার ধৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআর থানার ওসি তাপস দাস৷