মন্ত্রিদের পার্টি অফিসে বসতে হবে, নিয়ম মানলেন প্রনজিৎ সিংহ রায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ অক্টোবর।। বিজেপি-র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর ঠিক করেন সরকারের সঙ্গে দলের সমন্বয় সাধন করার। সরকার কি কাজ করছে তা দলকে অবগত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ। তাকে লক্ষ্য রেখেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি মাসে একদিন করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা প্রদেশ কার্যালয়ে বসবে। এই বৈঠকে জেলা , মণ্ডল ও অন্যান্য মোর্চার কার্যকর্তারা আগাম সূচী অনুযায়ী আসবে এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করবে। সরকার কি করতে চাইছে, সরকারের ভাবনা কি- এই সমস্ত বিষয়ে সরাসরি কথা হয়। এটা গুরুত্ব পূর্ণ উদ্যোগ। সেই মোতাবেক বিজেপি-র প্রদেশ কার্যালয়ে দলীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনায় মিলিত হন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার এখন থেকে প্রদেশ কার্যালয়ে বসবেন তিনি। এদিন তার সুচনা হয়েছে। এই রাজ্যের ৪২ শতাংশ মানূশ কৃষি কাজের সঙ্গে যুক্ত।

এই ক্ষেত্রে সরকার কিভাবে কাজ করছে তা অবগত করতেই এই আলোচনা বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন। অনুরূপ ভাবে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন। প্রিমিয়ামের মাত্র ১০ টাকা কৃষককে দিতে হবে। বাকী টাকা দেবে সরকার। কে সি সি লোন ভারত সরকারের নির্দেশ মোতাবেক ২ লক্ষ ৬ হাজার কৃষকের মধ্যে প্রদান করা হচ্ছে। প্রায় ২৯৪ কোটি টাকা এই পর্যন্ত খরচ হয়েছে বলে জানান তিনি। কৃষকদের স্বাধীন করে দেওয়ার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই সমস্ত কিছু মিলিয়ে রাজ্য সরকারের কৃষি দপ্তর কাজ করছে। আরো বেশি করে কিভাবে কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া যায় তার জন্য এই উদ্যোগ বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?