গন্ডাছড়া, ৩ অক্টোবর : শুরু হয়েছে ত্রিপুরা সরকারের বন দপ্তর কর্তৃক সবকয়টি মহকুমায় বন ও বন্যপ্রাণী সুরক্ষা সপ্তাহ কর্মসূচি। গোটা রাজ্যের সাথে গোমতী ওয়াইল্ড লাইফ এর অন্তর্গত গন্ডাছড়া মহকুমার গন্ডাছড়া বিট অফিস -কর্মীরাও ওই সপ্তাহটিকে গুরুত্ব সহকারে পালন করে চলেছেন।
বৃহস্পতিবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রেলি করেন বনকর্মীরা। এদিন ছাত্রছাত্রী এবং বন কর্মীদের রেলিটি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে গিয়ে সমাপ্ত হয়। রেলিতে উপস্থিত ছিলেন গন্ডাছড়া বিট অফিসের রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা, সহকারী রেঞ্জ অফিসার ধর্মজয় ত্রিপুরা, পেট্রোলিং বন আধিকারিক নবেন্দু ভট্টাচাৰ্য, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা প্রমুখ। রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা বন এবং বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসার আবেদন জানান। তাছাড়াও এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা।