বিলোনিয়া, ২৭ সেপ্টেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার চোত্তাখলা বাজারে সিপিআই(এম) নেতা বাদল শীল হত্যা মামলায় গ্রেফতার মনোরঞ্জন ত্রিপুরা নামে আরেক অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে পি আর বাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোত্তাখলা দ্বাদশ স্কুল সংলগ্ন একটি রাবার বাগান থেকে মনরঞ্জন ত্রিপুরাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃত মনরঞ্জন ত্রিপুরার বাড়ীর পি আর বাড়ী থানার অন্তর্গত উত্তর শ্রীরামপুর কালিবাড়ী রোড এলাকায়। ধৃতকে শনিবার আদালতে সোপার্দ করা হবে। এখন পর্যন্ত পুলিশ বাদল শীল হত্যা মামলায় সাত অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। যদিও পুলিশ এখনো বাদল শীল হত্যার মাষ্টার মাইন্ডকে গ্রেফতার করার জন্য কোন তৎপরতা দেখাচ্ছে না বলে স্থানীয় জনগণের অভিযোগ।
প্রসঙ্গত, গত ১২ জুলাই পি আর বাড়ী থানার অন্তর্গত চোত্তাখলা বাজারে দুর্বৃত্তদের মারধরে মারাক্তক ভাবে আহত হন সিপিআই(এম) নেতা বাদল শীল। তিনি ২০২৪ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনে সিপিআই(এম) মনোনীত প্রার্থী হন। ১২ জুলাই দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে ১৩ জুলাই জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে বাদল শীলের পরিবার পি আর বাড়ী থানায় একটি খুনের মামলা রুজু করে। পুলিশ প্রাথমিক ভাবে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করলেও পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় জনমনে।
বাদল শীল হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিপিআই(এম) সহ বাদল শীলের পরিবার এবং সমাজের বিভিন্নস্তর থেকে পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়াতে থাকে। অবশেষে পুলিশ বাদল শীল হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারে সচেষ্ট হয়। ইতিমধ্যে বাদল শীল হত্যা মামলায় পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হল অমল দাস, পিংকু পোদ্দার, প্রদীপ নমঃ, বিশু রঞ্জন দাস, বাবুল দাস এবং যজ্ঞেশ্বর দাস। ধৃতরা প্রত্যেকেই আদালতের নির্দেশে আদালতে রয়েছে। বৃহস্পতিবার পুলিশ আরো এক অভিযুক্ত মনোরঞ্জন ত্রিপুরাকে গ্রেপ্তার করে।