আগরতলা, ২৭ সেপ্টেম্বর: আগরতলার প্রজ্ঞাভবনে ৫ দিনব্যাপী আঞ্চলিক স্টেট ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেটস কর্মশালা শুক্রবার সমাপ্ত হয়েছে। কর্মশালায় ত্রিপুরা সহ ১২টি রাজ্যের পরিসংখ্যান দপ্তরের আধিকারিকগণ অংশ নেন। কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা কর্মশালায় অংশগ্রহণের জন্য বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান আধিকারিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, এ ধরণের আঞ্চলিক কর্মশালা মিনিস্ট্রি অব স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আধিকারিকদের সাথে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান আধিকারিকদের মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে। স্টেট ইনকাম এস্টিমেটস এবং রিলেটেড এগ্রিগেটস সঠিকভাবে নির্ণয়ের জন্য এ ধরণের কর্মশালার গুরুত্ব রয়েছে। স্টেট ইনকাম এগ্রিগেটসের সাথে জিএসডিপি (গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট) এনএসডিপি (নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট) এবং পিসিআই (পার ক্যাপিটা ইনকাম) একটি রাজ্যের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
প্রসঙ্গত, কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অব স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের কেন্দ্রীয় উপমহানির্দেশক রাজীব কুমার, ওড়িষ্যার পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা ডা. বি বি নন্দা, আন্দামান-নিকোবর দীপপুঞ্জের পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা গৌরাঙ্গ মিশ্র, ত্রিপুরার পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা এই কর্মশালার উদ্বোধন করেছিলেন। ভারত সরকারের মিনিস্ট্রি অব স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের উদ্যোগে ত্রিপুরা সরকারের পরিকল্পনা (স্ট্যাটিসটিক্স) দপ্তরের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।