ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মসজিদের ইমাম। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব বটরসির উত্তর জামে মসজিদে। মৃত ইমামের নাম ইসলাম উদ্দিন। বয়স ৫০ বছর। বাড়ি আসামের বারইগ্রাম এলাকায়।
দমকল কর্মীদের কাছ থেকে জানা যায় পূর্ব বটরসী মসজিদ সংলগ্ন এলাকা থেকে ফোন মারফত খবর আসে সেখানে একটি দুর্ঘটনা ঘটে। কিন্তু সেখানে গিয়ে দমকল কর্মীরা দেখতে পায় মসজিদের ভেতরে একজন সংজ্ঞাীন ভাবে পড়ে আছে। দমকল কর্মীরা সেই ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক জানান, দমকল কর্মীরা ঐ ব্যক্তিকে আনার পরে চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। দেখা যায় হার্টবিট বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় কোন কিছুই ধরা পড়ছে না শরীরে। চিকিৎসক আরো জানান, ওই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে পূর্ব বটরসির উত্তর জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত ব্যক্তি কিছুদিন পূর্বে মসজিদের ইমাম হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
সম্পাদকের ছোট ছেলে মসজিদের ইমামের জন্য যখন খাবার নিয়ে এসেছেন তখন দেখা যায় ঘরের দরজা খোলা। দেখা যায় বিছানার পাশে মাটিতে পড়ে আছেন। বুকের উপরে বৈদ্যুতিক তারের জিনিসপত্র কিছু একটা রয়েছে দেখতে পায় সম্পাদকের ছোট ছেলে। ছেলেটি অনেক ডাকাডাকি করে কোন উত্তর না পাওয়ায় আশেপাশের মানুষজনদের ডেকে আনে মসজিদে। তখন কোন সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে এলাকাবাসী দমকল কর্মীদের খবর দেয় এবং দমকল কর্মীরা হাসপাতালে নিয়ে আসে বলে জানায় জামে মসজিদের সম্পাদক মোঃ আলাউদ্দিন। তিনি আরো জানান হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।