বিশালগড়, ২৮ আগস্ট : সিপাহীজলা জেলার বক্সনগরের ভেলুয়ারচর পঞ্চায়েতের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শাসকদলীয় কর্মী সমর্থকরা। শাসক দলীয় কর্মী-সমর্থকরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ দলীয় উর্ধ্বতন স্তরের নেতৃত্বরা এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক বিহীন এক মহিলা মেম্বার দেবশ্রী শীল ভৌমিককে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করে। শাসকদলীয় কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ।
তাদের অভিযোগ দেবশ্রী শীল ভৌমিক এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই। তারা তেমনভাবে গ্রামের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। এমন একজন মহিলাকে প্রধান বানালে ক্ষতি হবে গ্রামের। ব্যহত হবে উন্নয়ন। তাই বুধবার দেবশ্রী শীল ভৌমিক প্রধান এই বিষয়টি শুনে ক্ষেপে যায় দলীয় কর্মী সমর্থকরা। তাদের দাবি দেবশ্রী শীল ভৌমিককে কোনভাবেই প্রধান বানানো যাবে না। গ্রামের মানুষের এবং দলীয় কর্মী সমর্থকদের দাবি মমতা দাসকে প্রধান বানাতে হবে। এই দাবিতে দলীয় কর্মী সমর্থকরা পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপির মন্ডল নেতৃত্ব সহ প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। কর্মী সমর্থকদের বুঝানোর চেষ্টা করে তারা যে এটা দলীয় সিদ্ধান্ত এবং দলীয় হুইপ মেনে চলতে হয় সমস্ত কর্মী সমর্থককে। কিন্তু শাসক দলীয় কর্মী সমর্থকরা মমতা দাসকে প্রধান বানানোর দাবিতে অনড়। তারা পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেখাতে থাকে বিক্ষোভ। পাথালিয়া গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লকের অধীন।