আগরতলা, ২৮ আগস্ট : ত্রিপুরা সরকারের জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবীতে আরও একবার জেল পুলিশের আইজি-কে ডেপুটেশন দিলেন চাকরিপ্রত্যাশীরা৷ বুধবার আগরতলায় পুরাতন জেল এর কাছে আইজি অফিসের সামনে মিলিত হন প্রয়া ত্রিশজন চাকরিপ্রার্থী৷ তারা অবিলম্বে লিখিত পরীক্ষা এবং ইন্টাভিউ নেওয়া সহ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবীতে আইজি-কে ডেপুটেশন দিয়েছেন৷
চাকরিপ্রত্যাশী এক যুবক জানিয়েছেন ২০২২ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে৷ মোট ২৪৯টি জেল পুলিশ পদের জন্য এই শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে৷ প্রায় দুই বছর হতে চলেছে এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হয়নি৷ প্রায় দশ হাজার বেকার যুবক যুবতী শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন৷ কেন এই নিয়োগ প্রক্রিয়া থমকে আছে তা জানার জন্য তারা বহুবার রাস্তায় নেমেছেন৷ জেল পুলিশের আইজি-কে এইনিয়ে দুইবার ডেপুটেশন দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত কোন সদুত্তর কোথাও থেকে মিলছে না৷ চাকরিপ্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ করেছেন যাতে অবিলম্বে জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়৷