আগরতলা, ২৮ আগস্ট : ত্রিপুারর বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব বি সি জোশীর নেতৃত্বে আন্ত: মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল (আইএমসিটি) বুধবার বিকালে রাজ্যে এসে পৌঁছেছে। এই দলে কৃষি, অর্থ, পরিবহণ, জলসম্পদ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা রয়েছেন। এদিন সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে এই সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে রাজস্ব সচিব জানান,বন্যা পরবর্তী পরিস্থিতিতে আজ বিকাল পর্যন্ত রাজ্যে ৩৬৯টি শরনার্থী শিবিরে ৫৩,৩৫৬ জন মানুষ আশ্রিত রয়েছেন। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য, পানীয়জল এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে ৩১ জন বন্যায় প্রাণ হারিয়েছেন এবং ২ জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছেন।
রাজস্ব সচিব আরও জানান, এখন পর্যন্ত ত্রাণ শিবিরগুলিতে চিকিৎসকগণ ১,১০৭ বার পরিদর্শন করে ৪৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এছাড়াও ১,৬৫০টি স্বাস্থ্য শিবিরে ৪৫ হাজারের উপর মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। জীবানুনাশক এবং ডায়ারিয়া প্রতিরোধে স্বাস্থ্য দপ্তর ২ লক্ষ ওআরএস প্যাকেট, ২০ লক্ষ হ্যালোজেন ট্যাবলেট, ১০ লক্ষ জিঙ্ক ট্যাবলেট সহ জ্বরের ঔষধ, স্কিন লোশন ক্রয় করবে।