স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ অক্টোবর।। সোমবার বিজেপি কাঁকড়াবন শালগড়া মণ্ডলের উদ্যোগে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয় কাকড়াবন স্কুল মাঠে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই লাভার্থী সন্মেলনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিজেপি গোমতী জেলা প্রভারী রতন ঘোষ, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রাম পদ জমাতিয়া, গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। লাভার্থী সম্মেলনে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে স্মোক হাউস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
বিভিন্ন জায়গায় তা নির্মাণ করা হচ্ছে। তার মধ্যমে যখন রাবার উৎপাদিত হবে, তখন রাবারের গুনগত মান বৃদ্ধি পাবে। এতে করে রাবার মূল্য বৃদ্ধি পাবে। ফলে রাবার চাষিরা লাভবান হবে। গন বণ্টন ব্যবস্থায় রাজ্যে ইপিডিএস পদ্ধতি চালু হয়েছে। ৬৩ হাজার ভুয়া রেশন কার্ড বাতিল করা হয়েছে। ওয়ান কার্ড ওয়ান নেসান লাগু করা হয়েছে। এতে করে জার নাম রেশন কার্ডে রয়েছে সে যে কোন জায়গা থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ২ লক্ষ ২০ হাজার গরিব কৃষক পরিবার বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছে। সম্প্রতি সংসদে নয়া কৃষি বিল পাসের পর কেউ কেউ ময়দানে নেমে তার প্রতিবাদে আন্দোলন করছে। তারা দালালদের জন্য এই আন্দোলন করছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এই নয়া কৃষি বিল কৃষকদের স্বার্থে। নয়া কৃষি বিল কৃষকদের ফসল সরাসরি বাজারে বিক্রয় করার ব্যবস্থা করেছে। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকার ফলে বর্তমানে রাজ্যের কৃষকদের জন্য বিনামূল্যে ফসল বিমার ব্যবস্থা হয়েছে। এখন কৃষকদের ফসল নষ্ট হলে বিমার টাকা পাবে।আগে দেশের মধ্যে অন্য কোন রাজ্যে ত্রিপুরার নিজস্ব পরিচিতি তেমন একটা ছিল না। কমিউনিস্টদের ঘর হিসাবে ত্রিপুরাকে বহিঃরাজ্যের মানুষ চিনত। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রেল আসে। ফলে যে যে রাজ্যের উপর দিয়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিল্লি থেকে রাজ্যে আসে সেই রাজ্য গুলি ত্রিপুরা সম্পর্কে জানতে পারছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লাভার্থী সন্মেলন শেষে হয় এক যোগ দান সভা। এই যোগ সভায় ৪৫৯ জন ভোটর বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরন করে নেন সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।