আগরতলা, ১৯ আগস্ট : পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও হতয়ার প্রতিবাদে ও বিচারের দবীতে ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশন রাজধানী আগরতলায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে।
সোমবার সকাল থেকে অবিরাম বর্ষণ উপেক্ষা করে স্বাস্থ্যকর্মীদের মিছিল রবীন্দ্র শতবর্ষীকি ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাংবাদিকদের সাথে আলাপকালে, সংগঠনের এক সদস্য বলেছেন, তরুণী চিকিৎসককে নির্মম নির্যাতন ও হত্যা চিকিৎসা সম্প্রদায়কে নাড়া দিয়েছে। আমরা ন্যায়বিচার দাবি করছি এবং এই জঘন্য অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। এদিকে, স্বাস্থ্যকর্মীরা তাঁদের কর্মক্ষেত্রে চিকিৎসা পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।