নয়াদিল্লি, ১৬ আগস্ট : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। দেশজুড়ে চিকিৎসকদের আন্দোলনও অব্যাহত। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে কেরলের তিরুবনন্তপুরমে বিক্ষোভ প্রদর্শন করলেন চিকিৎসকরা।
শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বিক্ষোভ প্রদর্শন করে।দিল্লিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও মেডিকেল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তেলেঙ্গানার হায়দরাবাদে গান্ধী হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং মেডিকেল পড়ুয়ারা আর জি কর-কাণ্ডে বিক্ষোভে সামিল হন। মুম্বইয়ে নায়ার হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখান।
মধ্যপ্রদেশের ভোপাল, পঞ্জাবের জলন্ধরেও বিক্ষোভ সামিল হয়েছেন চিকিৎসক ও মেডিকেল পড়ুয়ারা। এদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদ-আন্দোলনের নয়া মোড়। এবার ২৪ ঘণ্টা দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( আইএমএ)। শনিবার, ১৭ আগস্ট থেকে রবিবার ১৮ আগস্ট ভোর পর্যন্ত দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। শনিবার সকাল ৬ টা থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে পরের দিন রবিবার ভোর ৬টা পর্যন্ত। এই ২৪ ঘণ্টা আইএম এ-র তরফ থেকে দেশের সব সরকারি, বেসরকারি চিকিৎসকদের কাছে চিকিৎসা পরিষেবা বন্ধের আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, দেশের রেডিওলজিক্যাল ইমেজিং অ্যাশোসিয়েশনও (আই আর আই এ) কর্মবিরতির এই কর্মসূচিতে আইএমএ-র পাশে দাঁড়িয়েছে। ফলে আগামীকাল শনিবার একদিকে যেমন দেশজুড়ে হাসপাতালগুলিতে ওপিডি পরিষেবা পাওয়া যাবে না, এবং জরুরি নয় এমন সার্জারিও হবে না। তেমনই দেশের রোগপরীক্ষাকেন্দ্রগুলিও সব বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে সারা দেশে চরম দুর্ভোগে পড়তে চলেছেন রোগী ও রোগীর পরিজনেরা।