গন্ডাছড়া, ১২ আগস্ট : বিদ্যুতের বিভ্রাটের জন্য পানীয় জলের সংকটে ভুগছেন ধলাই জেলার গন্ডাছড়ার মানুষ। বিদ্যুৎ নিগমের ভূমিকায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে এলাকায় পানীয় জলের সরবরাহ নিয়মিত করার দাবি করলেন এলাকাবাসী।
উল্লেখ্য গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অধীনে রয়েছে ১৯টি এডিসি ভিলেজ। ওই ১৯টি ভিলেজের মধ্যে সিংহভাগ জনজাতি অংশের লোকজন বসবাস করেন। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত দুর্গাপুর, ষাটকার্ড, ত্রিশকার্ড, হরিপুর, নারায়ণপুর এবং সরমা এলাকায় জনজাতি অংশের লোকজনের সংখ্যা অনেকটাই কম। মহকুমার প্রতিটি ঘরে ঘরে চলছে অভাব অনটন। বৃষ্টির দাপটে দৈনিক কাজকর্মে যেতে পারছে না দিন মজুররা। অপর দিকে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা।
বেসরকারি কোম্পানি ফিডকো বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেওয়ার পর থেকে গোটা গন্ডাছড়া মহকুমায় বিদ্যুৎ চপলতা শুরু হয়। যা এখনো চলছে। বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে বেশ কয়েকবার মহকুমার বিদ্যুৎ অফিসে ভাঙচুরও চালায়। কিন্তু বিদ্যুৎ পরিষেবার কোন পরিবর্তন হয়নি। মাসের পর মাস বিদ্যুৎ চপলতায় ভুগছে ভগীরথপাড়া, ওয়ানসাপাড়া, গিরাচন্দ্রপাড়া, রতননগর সহ আরো বেশ কয়েকটি এডিসি ভিলেজের জনজাতিরা।
এই বিদ্যুৎ চপলতার ফলে মহকুমার সিংহভাগ এডিসি ভিলেজে মিলছে না পানীয় জল। প্রত্যন্ত এলাকাগুলি বাদ দিলেও গন্ডাছড়া মহকুমা সদরের দুর্গাপুর, হরিপুর -এ গত চার দিন যাবৎ মিলছেনা পানীয় জল।সার্বিক ভাবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ। অবিলম্বে উল্লেখিত সমস্যাগুলি দূর করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন।