আগরতলা, ১২ আগস্ট : ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। ব্যালট পেপারে ভোট গণনার দরুন অত্যন্ত ধীর গতিতে চলছে গণনা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোট গণনা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট মহকুমা ও জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা নজরদারি চালিয়ে যাচ্ছেন। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেলেও প্রায় শান্তিপূর্ণভাবে ভোট গণনা হচ্ছে বলে দুপুর একটার খবর।
গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের ভোট বাক্স কৈলাসহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল। সকাল আটটায় গননা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা সাড়ে সাতটার মধ্যেই কাউন্টিং হলে ঢুকেন। কাউন্টিং হল চত্বরে রাজ্য পুলিশ, টি.এস.আর এবং এস.এস.বি এর জওয়ানরা মোতায়েন রয়েছে। গণনা কেন্দ্র সম্পর্কে বলতে গিয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর জানান, ঊনকোটি জেলার অধীনে তিনটি গণনা কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রেই যথা সময়ে গণনা শুরু হয়েছে এবং শান্তিপূর্ণ ভাবেই গণনা চলছে বলে পুলিশ সুপার কান্তা জাংগীর জানিয়েছেন। গণনা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান, সকাল আটটায় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গৌরনগর ব্লকের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েতগুলির গননা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যলট গননা শুরু হয়েছে এবং কাউন্টিং হলে তিন স্তরের নিরাপত্তা রয়েছে বলে জানান গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ওল্ড আগরতলা ব্লকের ১০,১১,১২ আসনের গণনা শুরু হয় সকাল সাড়ে আটটা থেকে। কঠোর নিরাপত্তার মাধ্যমে গণনা প্রক্রিয়া চলছে। ভারত চন্দ্র নগর ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা চলছে নির্বিঘ্নে।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয় সকাল আটটা কুড়ি মিনিট থেকে। বিলোনিয়া মহাকুমার ভারত চন্দ্র নগর ব্লকের হল ঘরে অনুষ্ঠিত হচ্ছে ভারতচন্দ্র নগর ব্লকের ভোট গণনা। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের দুটি আসন, পঞ্চায়েত সমিতির নয়টি আসন ও পঞ্চায়েতের ৫৫ টি আসনে গণনা পর্ব চলছে। পোস্টাল ব্যালেট এবং ব্যালেট গণনা দুটি চলছে একসাথে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে চলছে ভোট গণনা। বিভিন্ন দলের কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গণনা পর্ব চলছে। নির্দল প্রার্থীদের এজেন্টরা গণনা পর্বে অংশগ্রহণ করেছেন। সে ক্ষেত্রে বিরোধীদল তথা সিপিআইএম এবং কংগ্রেস দলের কোন ধরনের কাউন্টিং এজেন্টদের দেখা যায়নি।
এদিকে, বিলোনিয়ার রাজনগরে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। রাজনগর ব্লকে প্রার্থী ও কাউন্টিং এজেন্ট দের ডুকতে দেয়নি দুষ্কৃতিকারীরা। অভিযোগ পুলিশের সামনে এই ঘটনা। পুলিশ প্রশাসন নির্বিকার ছিল বলে অভিযোগ।