গন্ডাছড়া, ৬ আগস্ট (হি.স.) : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ধলাই জেলার গন্ডাছড়া বাজার সহ মহকুমার বিভিন্ন এলাকা। তবে, পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে গন্ডাছড়া মহকুমা। এমনটাই দাবি করেছেন গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং।
প্রসঙ্গত সাত জুলাই গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ড এলাকায় আনন্দমেলায় মারধরের ঘটনায় আহত পরমেশ্বর রিয়াং -এর ১২ জুলাই জিবিপি হাসপাতালে মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ড, হরিপুর, ছয়কার্ড, সাত কার্ড, পিছলিঘাট এবং নারায়ণপুর চৌমুহনি বাজারে হামলা চালিয়ে লুটপাট চালানো হয়। আগুনে শতাধিক বাড়িঘর, দোকানপাট এবং বহু গাড়ী বাইক স্কুটি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীকারীরা।
ওই ঘটনার পরই গন্ডাছড়া মহকুমা অগ্নিগর্ভ হয়ে উঠে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মহকুমার সব কয়টি বাজার। যদিও ধলাই জেলার জেলা শাসকের প্রচেষ্টায় খুলে দেওয়া হয় মহকুমার সবগুলি বাজার। প্রায় প্রতিটি গ্রামে করা হয় শান্তি সভা। হাট বাজার খুলতেই ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে থাকে গোটা গন্ডাছড়া মহকুমা। গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং জানান গন্ডাছড়া মহকুমার সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আছে বর্তমানে।