স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ অক্টোবর।। অতিমারী কোভীড ১৯ নিয়ে মানুষের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোভীড আক্রান্তদের জন্য সহায়তা প্রদান করার উদ্দেশ্য নিয়ে সোমবার শপথ নিল বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। সোমবার শালাবাগান স্থিত বি এস এফ ফ্রন্টিয়ারের হেড কোয়াটারে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ডি আই জি- ডি কে শর্মা জানান এই দিন যে সংকল্প নেওয়া হয়েছে তা মানুষের মধ্যে আন্তরিক ভাবে ছড়িয়ে দেওয়া হবে। সীমান্ত এলাকায় বি এস এফ জওয়ান ও গ্রামবাসীদের এই বিষয়ে অবগত করা হবে। চেষ্টা থাকবে যাতে মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজ করে ঘন ঘন এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।
সীমান্তে পেট্রোলিং এর সময়ে কাউকে যদি মাস্ক বিহীন অবস্থায় পাওয়া যায় তবে তার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বি এস এফ এর ডেডিকেটেড কোভীড ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসকেরা রাজ্য সরকারের নির্দেশ মেনে পরিষেবা প্রদান করে চলেছে। প্রধানমন্ত্রীর আহ্বান সম্পূর্ণ ভাবে সফল করে তুলতে বি এস এফ কাজ করছে বলে জানান ডি আই জি- ডি কে শর্মা।