হাইকোর্টের নির্দেশে নেশা সামগ্রী সমেত ধৃত দুই ব্যক্তির পরিবারের উদ্যোগে গন্ডাছড়ায় নেশা বিরোধী সেমিনার

গন্ডাছড়া, ২৬ জুলাই : ব্রাউন সুগার পাচারকারি হিসাবে পুলিশের হাতে ধৃত জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরার পরিবারের উদ্যোগে শুক্রবার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পাখিত্রিপুরা পাড়ার পূর্ব বুলংবাসা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নেশা বিরোধী সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরার পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজন। তাছাড়াও উপস্থিত ছিলেন গ্রামবাসী এবং বুলংবাসা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। এই নেশা বিরোধী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানশিক্ষক ক্ষিরোধ দেববর্মা।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গন্ডাছড়া মহকুমার পাখিপাড়ার বাসিন্দা জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরা গন্ডাছড়া -অমরপুর সড়কের থালছড়ায় ব্রাউন সুগার সমেত পুলিশের হাতে ধরা পড়ে। এনডিপিএস -এর বিভিন্ন ধারায় মামলা নিয়ে ধৃত দুই ব্যক্তিকে আদালতে পাঠায় বীরগঞ্জ থানার পুলিশ। আদালত দুজনকেই জেল হেপাজতে পাঠিয়ে দেয়। বর্তমানে ওই দুইজন আসামী জেলে রয়েছেন। ধৃত দুই ব্যক্তি জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরার জামিন চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে ধৃতদের পরিবার পরিজনরা। জানিনের রিট পিটিশনের উপর শুনানিকালে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি যুগান্তকারী ঘোষণা করেন।

বিচারপতি অরিন্দম লোধ বলেন আসামী জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরার পারিবারের সদস্যদের উদ্যোগে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এন্টি ড্রাগ ক্যাম্পেইন বা নেশা বিরোধী সেমিনার করে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে হবে এবং এই নেশা যে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে। পরিবারের অভাব অনটন নেমে আসার পরও উচ্চ আদালতের রায়কে সম্মান জানিয়ে গত সাত জুলাই থেকে জীবনজয় এবং সেলেনজয় ত্রিপুরার পরিবারের উদ্যোগে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে বিভিন্ন বিদ্যালয়ে নেশা বিরোধী সেমিনারের আয়োজন করে চলেছে।

পাখি ত্রিপুরা বাজার, মনোরঞ্জনদাসপাড়া বাজার, রতননগর বাজার, পূর্ণরামপাড়া, মগপাড়া, পঞ্চরতন বাজার, রতনমনি দশমমান বিদ্যালয়, কামদেব পাড়া এবং শুক্রবার পূর্ব বুলংবাসা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নেশা বিরোধী সেমিনার। শুক্রবার ওই অনুষ্ঠানে জীবনজয় ত্রিপুরার সহধর্মিনী বক্তব্য রাখতে গিয়ে নিজের স্বামীর কুকর্মে লিপ্ত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন আমাদের সংসার চলছে এক আধ পেটা খেয়ে। খুবই করুন অবস্থায় আমাদের সংসার। ছেলে মেয়েদের লেখা পড়া বন্ধ হওয়ার পথে। করজোড়ে উপস্থিত সকলের প্রতি নেশা সামগ্রী বিক্রি বা সেবন থেকে বিরত থাকার জন্য কাতর আবেদন জানান। তাছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তা নেশার বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। প্রতিটি অনুষ্ঠানেই সাধারণ মানুষের বিপুল সাড়া পরিলক্ষিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?