আমবাসা, ২৫ জুলাই : ধলাই জেলা সদর আমবাসায় ৯৭.৬ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন গাঁজা পাচারকারীকে। ধৃতদের সুজিত কুমার মুণ্ডা (২৯), পৃথক দেববর্মা (২৭) এবং রাহিন দেববর্মা (২০) বলে পরিচয় পাওয়া গেছে৷
বৃহস্পতিবার ভোররাতে আমবাসা-গন্ডাছড়া সড়কের আমবাসা দেড়মাইল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছে। পুলিশের জনৈক অফিসার জানান, বুধবার রাতে আমবাসার দেড়মাইল এলাকায় নাকা পয়েন্ট গড়ে মাদক-বিরোধী অভিযান চালানো হয়।
আজ ভোররাতে গঙ্গানগর থেকে আমবাসা আসার পথে নাকা পয়েন্টে টিআর ০১ বিওয়াই ০৬৬৪ নম্বরের একটি মাহিন্দ্রা এসইউভি ৩০০ চার চাকার গাড়ি এবং টিআর ০১ বিডব্লিউ ০৬৬৬ নম্বরের টাটা পাঞ্চের গতিরোধ করে করে তালাশি চালায় পুলিশ।
এর মধ্যে মহিন্দ্রা এসইউভি ৩০০-তে তালাশি চালিয়ে গাড়ির নীচে গোপন চেম্বার থেকে ১৯০ প্যাকেটে ৯৭.৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ছোট-বড় বিভিন্ন প্যাকেটে গাঁজাগুলি গাড়ির গোপন চেম্বারে রাখা ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ। ডিসিএম-এর উপস্থিতিতে গাড়িদুটিতে তন্ন তন্ন করে তালাশি চালায় আমবাসা থানার পুলিশ। গাঁজা পাচারে জড়িত অভিযোগে পুলিশ গাড়ি দুটির চালক ও গাড়ির আরোহী এক যুবককে গ্রেফতার করেছে।