ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি

আগরতলা, ২৫ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেসব দলীয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সেইসাথে তিনি দাবি করেন বিনা প্রতিদ্বন্দ্বিতার ৭১ শতাংশ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় পাওয়ার পেছনে মূল কারণ হল স্বজনপোষণ নীতি থেকে রাজ্য বের হয়ে আসছে।

বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন রাজীব ভট্টাচার্য বলেন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সব ক্ষেত্রেই উন্নয়ন চলছে। আর বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে তারা মনোনয়নপত্র জমা দিতে পারছে না। মূলত কারণ হল তাদের সাংগঠনিক দুর্বলতা। আর সাংগঠনিক দুর্বলতা থাকার কারণে তারা প্রার্থী দিতে না পেরে শাসকদলের উপর মিথ্যা অভিযোগ করছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, কমিউনিস্টের লজ্জা থাকা দরকার। তারা সন্ত্রাস করে ভোট বৈতরণী পার হত। এখন তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে।

রাজীব ভট্টাচার্য জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৬০৫ টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৬৩৭০টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ হাজার ৭০৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। ৩৫ টি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪২৩টি। এর মধ্যে ২৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট হবে ১৭৯ টি আসনে। আটটি জেলায় ১১৬টি জেলা পরিষদের আসনের মধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?