আগরতলা, ২৫ জুলাই : আগরতলা রেল স্টেশনে ধৃত চার বাংলাদেশী নাগরিককে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে আরও এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম আনিকুল শেখ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেছে আগরতলা জিআর থানার পুলিশ। ঘনঘন বাংলাদেশের নাগরিক আটক হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ওই চারজন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছে৷ তারা রেল করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ আগরতলা রেল স্টেশন কর্তব্যরত পুলিশ ওই চারজনকে দেখে সন্দেহ করেন৷ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা বাংলাদেশী নাগরিক৷ তাদের কাছে কোন বৈধ নথিপত্র নেই৷ সাথে সাথেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হল মহম্মদ শহিদুল ইসলাম, আকবর আলী, মইনুল ইসলাম এবং আক্রাম হক৷ তারা কাজের সন্ধানে কলকাতায় যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে এসেছিলেন।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয় এবং বুধবার আদালতে সোপর্দ করা হয়েছিল। বৃহস্পতিবার ওই চার বাংলাদেশী নাগরিকে এপারে অনুপ্রবেশ এবং বহিঃরাজ্যে পাঠাবার কাজে সহায়তা করার অভিযোগে আনিকুল শেখকে আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি অবৈধভাবে ওই এলাকায় প্রায় একবছর যাবৎ অবস্থান করছেন। তার বিরুদ্ধেও মামলা নিওয়া হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআর থানার ওসি তাপস দাস।