আগরতলা, ২২ জুলাই : আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার সোমবার শহরের সীমান্ত এলাকার বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শন করেছেন।
এএমসি কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু দে গুহ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মেয়র স্থানীয় ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এদিনের পরিদর্শন সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, এএমসি-এর অধীনে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারের মতো বর্ডার গোলচক্কর বাজারও আধুনিকীকরণে পুনর্নির্মাণ করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য সাধারণ মানুষের কেনাকাটার অভিজ্ঞতা বাড়ানো এবং ব্যবসায়ীদের জন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। বাজারের গুরুত্ব তুলে ধরে দীপক মজুমদার বলেন, লাইট হাউস প্রকল্প উদ্বোধন হলে হাজার হাজার মানুষ এই বাজারে প্রবেশ করবেন। এছাড়াও, প্রতিবেশী বাংলাদেশ থেকে রাজ্যে আসা বিপুল সংখ্যক লোকও এই বাজার থেকে কেনাকাটা করতে পারবেন। আধুনিক পদ্ধতিতে বাজার পুনর্গঠনের ফলে ব্যবসার নতুন সুযোগ উন্মোচিত হবে এবং ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই উপকৃত হবেন বলেও জানান তিনি। মেয়র প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।