উৎসবের মেজাজে ঢাকঢোল পিটিয়ে কুমারঘাট ব্লকে মনোনোয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা

কুমারঘাট, ১৬ জুলাই : উৎসবের মেজাজে ঢাকঢোল পিটিয়ে মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকে রিটার্নিং অফিসারের কাছে মনোনোয়ন পত্র জমা দিলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ফটিকরায় এবং পাবিয়াছড়া বিধানসভার ২৬ টি গ্রাম পঞ্চায়েত এবং ১৬ টি পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনিত প্রার্থীরা।

এদিন মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিকরায় বিধানসভার প্রার্থীদের নিয়ে এবং পাবিয়াছড়ার বিধায়ক তথা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের পৃথক পৃথক দুটি ব্রিগেড শহর পরিক্রমা করে মিলিত হয় কুমারঘাট ব্লকে। মহকুমার রাজপথে এদিন কিছুক্ষনের জন্য যেন রিতিমতো দখল নেয় গেরুয়া ঢল। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে পা মেলান রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরাও।

প্রখর সূর্যতাপকে তুড়ি মেরে ঝাণ্ডা কাধে এদিন শাসক দলের মিছিলে হাঁটেন দলীয় কর্মীরা। বিরোধীদের উদ্দশ্য করে কটাক্ষভরা স্লোগানে কর্মী সমর্থকদের নিয়ে মিছিলকে বেগবান করতে দেখা গেলো নেতৃত্বকে। মিছিল শেষে কুমারঘাট ব্লকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা করেন শাসক দলের মনোনিত প্রার্থীরা। প্রতিক্রিয়ায় প্রার্থীদের জয় নিয়ে আশা ব্যাক্ত করলেন মন্ত্রী বিধায়করা। মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, বিরোধীরা নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। তিনি বলেন বিরোধীরা প্রার্থী দিলেও তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

এদিকে প্রতিক্রিয়ায় দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস বলেন, মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন আর তারই প্রমাণ এই জনঢল। নির্বাচনে দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশাব্যাক্ত করেন ভগবান দাস।

উল্লেখ্য আগামী আট আগষ্ট রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদের নির্বাচন। ভোটকে নজরে রেখে রাজ্যজুড়ে পালা করে চলছে শাসক জোট এবং বিরোধী জোটের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে রিতিমতো ত্রিপুরায় জমজমাট ভোট বাজার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?