দূর্ঘটনার মামলায় সাজা প্রাপ্ত গাড়ি চালকের পরিবারের পাশে ত্রিপুরা ড্রাইভার কল্যান সংঘের সদস্যরা

উদয়পুর, ১৬ জুলাই : ন্যায় সংহতি আইনে ১০ বছরের সাজা হওয়া গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথের পরিবারের পাশে ত্রিপুরা ড্রাইভার কল্যাণ সংঘের সদস্যরা।

জানা গিয়েছে, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ী এলাকায় ২০১৫ সালের জুন মাসে উদয়পুর টেপানিয়া এলাকার গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথ আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার পথে বিশ্রামগঞ্জ এলাকায় স্কুটির সাথে সংঘর্ষ হয়। এতে নিহত হয় স্কুটি চালক। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর গাড়ি সহ চালক জীবন কৃষ্ণ দেবনাথকে আটক করে আদালতে প্রেরণ করে।

আদালত ১৭ জনের সাক্ষ্য বাক্য নেওয়া পর দীর্ঘ ১০ বছর পর জীবন কৃষ্ণ দেবনাথকে ১০ বছরের কারদন্ডের সাজা সহ ৫০ হাজার টাকা জরিমানা করে। সেই খবর পাওয়ার পর মঙ্গলবার দুপুরে জীবন কৃষ্ণ দেবনাথের বাড়িতে আসেন ত্রিপুরার ড্রাইভার কল্যাণ সংঘের সদস্যরা।কথা বলেন জীবনের স্ত্রী ও ছেলের সাথে এবং আশ্বাস দিয়ে আসেন তাদের পাশে ত্রিপুরা ড্রাইভার কল্যাণ সংঘ সর্বদা আছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেন গাড়ি চালক ভাইদের হেনস্থা না করে তাদের পাশে থাকার। আবেদন করেন জীবন কৃষ্ণ দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্য এবং গাড়ির মালিক থেকে প্রতিমাসে বেতন প্রদান করে পরিবারের পাশে থাকার।

জীবন কৃষ্ণ দেবনাথ এর পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ড্রাইভার কল্যাণ সংঘের সভাপতি মদন ঋষিদাস, সংঘের গোমতী জেলার সভাপতি শাহজাহান মিয়া, খোয়াই জেলার ড্রাইভার কল্যাণ সংঘের সভাপতি চিরঞ্জিত সরকার, ধলাই জেলার সভাপতি মোহাম্মদ শফিকউল্লাহ, সিপাইজলা জেলার সভাপতি অর্জুন দেবনাথ সহ ড্রাইভার কল্যাণ সংঘের আট জেলার সদস্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?