অনলাইন ডেস্ক, ১২ অক্টোবর।। গণধর্ষণের পর পাঁচ বছরের সন্তান-সহ তাঁকে নদীতে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা। ঘটনার জেরে মৃত্যু হয়েছে শিশুর। তবে প্রাণে বেঁচেছেন নির্যাতিতা। নির্মম এই ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যেয় ওই মহিলা তাঁর সন্তানকে নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছিলেন। সেসময় অভিযুক্তরা তাদের অপহরণ করে। পরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
এরপর প্রমাণ লোপাটের উদ্দেশে দড়ি দিয়ে বেঁধে মা ও সন্তানকে নদীতে ফেলে দেয়। নদীতে পড়তেই অচৈতন্য মহিলার জ্ঞান ফেরে। তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দুজনকেই। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ওই মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
সামনেই বিহার বিধানসভা নির্বাচন। এই ঘটনা সামনে আসতেই বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। একাধিক আইন, নিয়ম করেও দেশে মহিলাদের ওপর নির্যাতনে রাশ টানা যাচ্ছে না। সামাজিক অবক্ষয়কেই এর জন্য দায়ী করছেন সমাজবিদরা।