কদমতলা, ১১ জুলাই : বিলেতি মদ বিক্রির যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী। অবশেষে থানার ওসির দ্বারস্থ গ্রামের মহিলারা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাঘন গ্রামে।
জানা গিয়েছে, বিলেতি মদ বিক্রির যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী। সন্ধ্যা হলেই মহিলারা পাহাড়া দিচ্ছেন গ্রাম। অবশেষে তারা সৌজন্য সাক্ষাৎ করলেন থানার ওসির সাথে। অভিযোগ, বাঘন গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা রাজু মালাকার দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে অবৈধভাবে বিলেতি মদ বিক্রি করে আসছে। সন্ধ্যা ঘনিয়ে আসলে ঐ এলাকা নেশাখোরদের দখলে চলে যায়। তাছাড়া নষ্ট হয়ে পড়ছে গ্রামীণ পরিবেশে। অবশেষে গ্রামের মহিলারা মদ বিক্রির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে টহলদারি শুরু করেন।
রুবি মালাকার নামের এক মহিলা অভিযোগ করে বলেন, রাজু মালাকার তার আপন ভাই। কিন্তু তার যন্ত্রনায় অতিষ্ঠ গোটা গ্রাম। সে অত্যন্ত চতুরতার সাথে মদ বিক্রি করে আসছে। গ্রামের মহিলাদের টহলদারির সময় এক ব্যক্তি মদ নিয়ে যাবার পথে তারা হাতেনাতে পাকড়াও করে কদমতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে মদ বিক্রেতা রাজু মালাকারের বাড়িতে অভিযান চালিয়ে মাত্র এক বোতল মদ উদ্ধার করে। অর্থাৎ গোপন কোন আস্তানায় মদ মজুত রেখে সে তার অবৈধ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
গ্রামের মহিলারা মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় মদ বিক্রেতা রাজু অকথ্য ভাষায় গালি গালাজ সহ হুমকি ধমকি দিতে থাকে। তাই সেই সমস্যা চিরতরে নিরসনের জন্য গ্রামের মহিলারা একত্রিত হয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন। মহিলাদের অভিযোগ শুনে তড়িঘড়ি ওসির নেতৃত্বে একদল পুলিশ মদ বিক্রেতা রাজু মালাকারের বাড়িতে অভিযান চালালে তাকে বাড়িতে পায়নি। এদিকে ওসি আশ্বস্ত করেছেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।