গন্ডাছড়া, ৯ জুলাই : অবশেষে নড়েচড়ে বসল ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে গন্ডাছড়া বাজারে পুলিশ ও টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালায় মহকুমা প্রশাসনের জনা কয়েক পদস্থ অফিসার। বাজায়েপ্ত করা হয় বহু মেয়াদোত্তীর্ন শিশু খাদ্য সামগ্রী।
প্রসঙ্গত গন্ডাছড়া বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ বিক্রি হচ্ছে দেশী এবং বিলাতি মদ। তাছাড়াও গন্ডাছড়া বাজারে এক লিটার কেরোসিন বিক্রি হচ্ছে দেড়শ টাকায়। এমন সংবাদ বেশ কয়েকবার প্রকাশ পর নড়েচড়ে বসে মহকুমা প্রশাসন। মঙ্গলবার মহকুমা প্রশাসনের ডিসিএম দিলীপ দেববর্মার নেতৃত্বে বেশ কয়েকজন অফিসার পুলিশ এবং টিএসআর জওয়ানরা গন্ডাছড়া বাজারে অভিযান চালায়।
গন্ডাছড়া বাজারের হানা দিয়ে বেশ কিছু দেশী মদ, মেয়াদোত্তীর্ন শিশু খাদ্য বাজায়প্ত করে অভিযানকারী দলটি। দুইটি বিলাতি মদের দোকানেও হানা দেয় এবং লাইসেন্স সহ দোকানের কাগজপত্র পরীক্ষা করে দেখেন। অভিযানকারী দলটি বাজারে প্রবেশ করতেই সংবাদ পেয়ে কিছু কালো ব্যবসায়ী বাজার ছেড়ে পালায়। তবে মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের মঙ্গলবারের অভিযানে অনেকটাই খুশী স্থানীয় জনগণ। এধরণের অভিযান সপ্তাহে একবার চায় সাধারণ মানুষ।