বিলোনিয়া, ৯ জুলাই : দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরের পিআর বাড়ি থানার পুলিশ এক বাংলাদেশী যুবতী সহ গ্রেপ্তার করেছে এক ভারতীয় যুবককে। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ১৪৩(২)/২৪৯ (সি),বিএনএস ২০২৩ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ বিলোনিয়া আদালতে সোপর্দ করেছে দু’জনকে।
জানা গিয়েছে, মঙ্গলবার পিআর বাড়ী থানার অন্তী্গত সমরেন্দ্র নগর এলাকায় পুলিশ স্পেশাল ডিউটি দিচ্ছিল। তখন একটি অটোকে দাঁড় করানোর পর অটোতে এক যুবতী সহ এক যুবককে দেখে সন্দেহ হয় । পুলিশ তাদের কাছে নাম, ঠিকানা জানতে চাইলে উত্তর দিতে পারছিল না। পুলিশ দুইজনকে থানায় নিয়ে আসে এবং তাদের জিঞ্জাসাবাদ করে জানতে পারে অটোতে থাকা মহিলার নাম অঙ্কিতা সুলতানা এবং অপরজনের নাম নান্টু দাস।
পুলিশ জানায় আঙ্কিতা সুলতানার বয়স (১৮), বাড়ী বাংলাদেশের ফেনী জেলার সোনাপুরের সোনাগাজীতে। অপরদিকে নান্টু দাসের বয়স (৪৩) বছর। তার বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগড়া থানার অন্তী্গত গজঘন্টার মালিকপুর এলাকায়। পুলিশে জানায় উভয়ই বাংলাদেশ থেকে বিলোনিয়া হয়ে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে তাদের কাছে বৈধ কোন কাগজ পত্র না থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং আদালতে সোপার্দ করে।