আগরতলা, ৩ জুলাই।। আগরতলা রেল স্টেশনে আরও এগারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল জিআর থানার পুলিশ৷ মঙ্গলবার বিকালে তাদেরকে আটক করা হয় এবং বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিপাহীজলা জেলার মধুপুর থানার পুলিশের সহায়তা নিয়ে কৈয়াঢেপা এলাকা থেকে আরও দুইজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে৷
আগরতলা রেল স্টেশনের জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, মঙ্গলবার বিকালে ট্রেনে করে বহিঃরাজ্যে যাওয়ার জন্য ওই এগারজন বাংলাদেশী নাগরিক স্টেশনে আসেন৷ তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয়৷ আটক করা হয় এগারজনকে৷ ধৃতদের কাছে বৈধ কোন নথিপত্র ছিলনা৷ তারা বেআইনীভাবে ভারতে অনুপ্রবেশ করেছে৷ তারা ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য এসেছেন বলে জানান৷ তাদের কাছ থেকে কিছু ভারতীয় টাকা, বাংলাদেশী সরকারি নথিপত্র এবং স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে৷ ধৃত এগারজনের মধ্যে নয়জন মহিলা এবং দুইজন পুরুষ৷ ধৃতরা হল, আলামিন সর্দার (৩৬), আবু হানিফ সর্দার (২২), সুমাইয়া আখতার (১৮), টুম্বা হক (১৮), বৈশাখী (১৩), লাখি আখতার (২৫), ঝর্না বেগম (৩০), আদুরি খানম (২৪), আখি শেখ (২৭), লাখি আখতার (২৫) এবং দীপা (৩৪)৷
প্রসঙ্গত, রাজ্যে কয়েকদিন পরপরই রেল স্টেশনে বাংলাদেশী নাগরিক আটক হচ্ছে৷ বেআইনীভাবে সীমান্ত অতিক্রম করে এদেশে অনুপ্রবেশের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ তাছাড়া সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়েও জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে৷