কৈলাসহর, ৩ জুলাই : ত্রিপুরায় ২০১৮ সালে রাজনৈতিক পালাবদলের পর সরকারী থেকে বেসরকারী সংস্থা “সাই কম্পিউটার লিমিটেডের” ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল ঊনকোটি জেলার কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার। মূলত বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার তাদের ওপর দায়িত্ব দিলেও বিদ্যুৎ বিলের নামে অতিরিক্ত অর্থ আদায় করলেও সর্বকালের নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে বলে দাবি কৈলাসহরের গ্রাহকদের।
জানা গিয়েছে, তিন মাস ধরে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের পি.ডব্লিউ.ডি রোডের মধ্যপাড়ায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। এবিষয় নিয়ে স্থানীয় জনগণ সাই কম্পিউটারের অফিসে অনেকবার ধর্না প্রদর্শনের পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই নিরুপায় হয়ে এবং একপ্রকার বাধ্য হয়ে বুধবার দুপুরে এলাকার জনগণ মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।
তাদের অভিযোগ, বহু দিন যাবৎ এই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণ ট্রান্সফরমারটি বিকল হওয়ার পাশাপাশি আগুন ধরে যায়। যার ফলশ্রুতিতে স্থানীয়দের বাড়ি ঘরের টিভি, ফ্রিজ, গিজার, এ.সি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বৈদ্যুতিন সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। এই দায়ভার কারা নেবে। সাই কম্পিউটারকে এই বিষয়ে কখনো মৌখিক আবার কখনো লিখিত আকারে কয়েকবার অভিযোগ জানানোর পরও কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়ে স্থানীয়রা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।
মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেন যে, তিনি এই বিষয়টি অবিলম্বে বিদ্যুৎ দপ্তর এবং সাই কম্পিউটার সংস্থার গোচরে নিয়ে সমস্যার সমাধানের পথ খোঁজে বের করবেন। স্থানীয়রা দাবী করেন অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প হিসেবে তারা সাই কম্পিউটারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবেন।