আগরতলা, ৩ জুন।। ত্রিপুরায় ছেলেমেয়েদের মধ্যে চাকুরী প্রদান হোক বা সুবিধাভোগীদের মধ্যে সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান সবকিছুতেই সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। বুধবার অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েতীরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তথা টিপিএসসি এর মাধ্যমে নির্বাচিত চাকুরী প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকে যারা চাকুরীতে নিয়োগপত্র পাচ্ছেন তারা প্রত্যেকেই স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে প্রত্যেক চাকুরী প্রাপকই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকুরী পেয়েছেন।রাজ্যের ছেলেমেয়েরা বর্তমানে প্রতিটি বিষয়েই যোগ্যতার পরিচয় দিচ্ছেন। চাকুরী জীবনে প্রত্যেককেই কাজের মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনেও তাদেরকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে বিশ্বাসী। বর্তমান রাজ্য সরকার গ্রুপ-এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৬৬১ জনকে সরকারি চাকুরী প্রদান করেছে। প্রতিটি চাকুরী প্রদানের ক্ষেত্রেই সরকার স্বচ্ছতা বজায় রেখেছে। আগামীদিনেও চাকুরী প্রদানসহ প্রতিটি ক্ষেত্রে সরকার স্বচ্ছতা বজায় রাখবে।
অনুষ্ঠানে মুখ্যসচিব জে. কে. সিনহা বলেন, আজ যারা নিয়োগপত্র পেয়েছেন তারা সকলেই সরকারের অংশ হিসেবে যুক্ত হচ্ছেন। তাই সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য প্রত্যেকেই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। সত্যনিষ্ঠার সঙ্গে জনগণকে সরকারী বিভিন্ন পরিষেবা প্রদানেও প্রত্যেককে সব সময় সচেষ্ট থাকতে হবে।
প্রসঙ্গত, টিপিএসসি’র মাধ্যমে নির্বাচিত ৪৭৪ জনকে আজ নিয়োগপত্র দেওয়া হয়। এরমধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সিডিপিও পদে ২ জন ও আইসিডিএস সুপারভাইজার পদে ৩৪ জন, পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত এগজিকিউটিভ অফিসার পদে ৩৯৫ জন এবং জিএ দপ্তরের পি এ গ্রেড ২ পদে ৪৩ জন নিয়োগপত্র পান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ৩টি দপ্তরের চাকুরী প্রাপক ২৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।