গন্ডাছড়া, ১ জুলাই : চলতি বর্ষা মরশুমে মাছের বংশ বিস্তারের জন্য ধলাই জেলার ডুম্বুর জলাশয়ে আগামী তিন মাসের জন্য মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দপ্তর।
ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুর জলাশয়। রাজ্যের মধ্যে বৃহত্তর জলাশয় এবং বড় মৎস্য ভান্ডার হিসাবে পরিচিত এই ডুম্বুর জলাশয়টি। ওই জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে থাকে রাজ্য মৎস্য দপ্তর। প্রতি বছরের বর্ষা মরশুমে বিভিন্ন প্রজাতির মাছ যাতে নির্বিঘ্নে বংশ বিস্তার করতে তথা ডিম ছাড়তে পারে তার জন্য তিন মাসের জন্য মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর।অন্যান্য বছরের ন্যায় এবারও জুন মাসের কুড়ি তারিখ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত ডুম্বুর জলাশয়ে মাছ শিকার বন্ধ রাখতে মাইকযোগে ঘোষণা দিয়েছে মৎস্য দপ্তর।
প্রসঙ্গত উল্লেখ্য গন্ডাছড়া মহকুমার ওই ডুম্বুর জলাশয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মৎস্যজীবী মৎস্য শিকার করে সংসার প্রতিপালন করেন। গন্ডাছড়া মৎস্য খামার সূত্রে জানা গেছে এই তিন মাস যাতে জেলেরা সংসার প্রতিপালন করতে কোন সমস্যা না হয় তার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করবে মৎস্য দপ্তর।