বিলোনিয়া, ১ জুলাই : সীমানা বিবাদের জেরে প্রতিবেশীর হাতে রক্তাক্ত পঞ্চান্ন বছরের এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে সোমবার দুপুর দুইটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারত চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবপুর এলাকাতে। বিলোনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত মানিক বণিকের পরিবারের পক্ষ থেকে।
আক্রান্ত মানিক বণিকের স্ত্রী অভিযোগ করে বলেন, মানিক বণিকের পাশের বাড়ী কৃষাণ মল্লিক ও চন্দন মল্লিক এই দুই ভাই নাকি মানিক বণিককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এলাকার লোকজন আসার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আক্রমনকারি দুই ভাই। এরপর এলাকার লোকজনের তৎপরতায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মানিকবাবুকে স্থানান্তরিত করে দেন উদয়পুর গোমতি জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, ঘটনার সুত্রপাত বাড়ির সীমানার বেশ কিছু গাছ কাটাকে কেন্দ্র করে। এই গাছ কাটার জেরে মানিক বণিকের উপর হামলা চালায়। এর আগেও এই মানিক বণিককে আক্রমণ করে এই দুই ভাই। এই নিয়ে তিন বার আক্রান্ত হয়েছেন মানিক বনিক বাড়ির পাশ্ববর্তী এই দুই ভাইয়ের হাতে। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সহ এলাকার মাতব্বরদের জানান মানিক বণিক ও তার পরিবার। পঞ্চায়েতে সালিশি সভার পরেও আক্রমনের হাত থেকে রেহাই পাচ্ছে না পঞ্চান্ন বছরের মানিক বণিক। বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় উদয়পুরে গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন মানিক বনিক।