বিশালগড়, ১ জুলাই : সিপাহীজলা জেলার বিশালগড়ের চেলিখলা পুরানবাড়ি এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ভাসুর ও তার পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত গৃহবধূ। নগদ অর্থ সহ সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ। বিশালগড় মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন আক্রান্ত গৃহবধূ জ্যোৎস্না বেগম।
জানা গিয়েছে, কর্মসূত্রে চেলিখলা পুরানবাড়ি এলাকার শফিক মিয়া কর্মসূত্রে বিদেশ থাকেন। স্ত্রী সন্তানকে নিয়ে কোনরকম ভাবে সংসার প্রতিপালন করেন। বাড়িতে থাকা শফিক মিয়ার বড় ভাই আক্তার মিয়া সহ উনার ছেলে জসিম মিয়া, রিপন মিয়া, সবুজ মিয়া পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আচমকা জ্যোৎস্না বেগমের উপর অতর্কিত হামলা করেন। অভিযুক্তদের আক্রমণে গৃহবধূর জ্যোৎস্না বেগম চিৎকার শুরু করেন। গৃহবধূর ঘরে থাকা নগদ অর্থ সহ গৃহবধূর গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়।
পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ। পারিবারিক ঝামেলা শুরু হয় শফিক মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন এবং সেখানে অনেক টাকা আয় করেন সেই টাকা দিয়ে সম্পূর্ণ সংসার চালিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেন শফিক মিয়া সহ গৃহবধূ জ্যোৎস্না বেগমের উপর। জ্যোৎস্না বেগম জানান স্বামী অনেক কষ্ট করে বিদেশে থেকে টাকা উপার্জন করেন। আপনারাও সংসার চালানোর জন্য এখানে কাজকর্ম করুন একথা বলাতে শুরু হয় পরিবারে ঝামেলা। পুলিশ মামলা নিয়েছে, তবে গ্রেফতারের কোন সংবাদ নেই।