বিশালগড়, ২৬ জুন।। ত্রিপুরা সরকার রাজ্যের ১৬০টি বিদ্যালয়কে বাতিল করার ঘোষণা দিয়েছে। বিদ্যালয় বাতিল এর জন্য যাচাই-বাছাই চলছে। রাজ্যের কোন কোন স্কুলগুলি বাতিল করা হবে খুব শীঘ্রই তার তালিকা বের হতে যাচ্ছে। আর সেই আশঙ্কাকে সামনে রেখে সিপাহীজলা জেলার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর এসবি স্কুলে বুধবার এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এবং বিদ্যালয়ের পরিচালন কমিটি একটি জরুরী সভার আয়োজন করে।
জানা গিয়েছে, যুগল কিশোর নগর এসবি স্কুল পরিচালন কমিটির কাছে খবর এসেছে যে এই স্কুলটিও বাতিল হতে পারে। সেই উপলক্ষেই বুধবার দুপুরে বিদ্যালয়ে জরুরী সভার আয়োজন করা হয়। সভায় এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা মত প্রকাশ করেন যে, এই এলাকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরীব অংশের। তাই এই বিদ্যালয়টি বাতিল হলে দূরের কোন স্কুলে গিয়ে পড়াশুনা করা সম্ভব হবে না তাদের। তাই এই স্কুলটিকে বহাল রাখতে সরকারি নিয়ম অনুসারে যা যা পূরণ করতে হয় তা সবকিছুই পূরণ করবেন এলাকাবাসী সহ বিদ্যালয় পরিচালন কমিটি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী সহ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিজন দেববর্মা জানিয়েছেন এলাকার গরূব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টি বহাল রাখা অত্যন্ত জরুরি। তিনি আরো জানিয়েছেন যুগল কিশোর নগর থেকে টেলরবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে পাঁচ কিলোমিটার। আর সেখানে গিয়ে এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়বে। তাই এদিন সবাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের এলাকার যুগল কিশোর নগর এসবি স্কুলটি বাহাল রাখার জন্য। কেননা এই স্কুলটি বাতিল হলে এলাকার গরীব ছাত্রছাত্রীদের শিক্ষার দিক দিয়ে বড়সড় ক্ষতি হবে।