কৈলাসহর, ২৬ জুন : ঠিকাদারি বাণিজ্য নিয়ে ফের সরগরম ঊনকোটি জেলার কৈলাসহর। মারধরের ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে উত্তেজনা। আহত হয়েছেন চারজন। ঘটনায় রাজনৈতিক নেতৃত্বরা ময়দানে নেমে পড়েছেন।
জানা গিয়েছে, বুধবার কৈলাসহরের এয়ারপোর্ট সংলগ্ন ধর্মনগর- কৈলাসহর সড়ক থেকে চৌধুরীপাড়া হয়ে উত্তর গুলধারপুর বাঁধ পর্যন্ত সড়কটি সংস্কারের কাজে হাত দেয় ঠিকেদার। টেন্ডারের মাধ্যমে ঠিকেদার চব্বিশ লক্ষ টাকার কাজটি পান। এদিন ঠিকেদার শ্রমিক সহ রাস্তার কাজে হাত দিতেই কয়েকজন অপরিচিত যুবক কাজের দায়িত্বে থাকা দুই যুবক সহ শ্রমিকদের মারপিট করতে থাকে। এই ঘটনায় দুই যুবক সহ চারজন আহত হয়েছেন।
তারমধ্যে সন্তোষ সিনহা ও আব্দুল রূপ নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সিটিস্ক্যান করা হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহতদের বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা জানায়, তাদের উপর কয়েকজন অপরিচিত যুবক আক্রমণ সংঘটিত করেছে। শহরের বুকে এধরনের হামলার ঘটনা সংগঠিত হলেও কৈলাসহর থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।
এদিকে এই ঘটনা সংঘটিত হওয়ার পর যখন তিপ্রামথা দলের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী রঞ্জন সিনহার বাড়িতে মামলা লেখার কাজ চলছে তখন হঠাৎ করে রঞ্জন সিনহা খবর পান রাস্তার ধারে তিনি যে গাড়িটি রেখেছেন সেই গাড়িটি ভাঙচুর করা হয়েছে। মূল রাস্তা থেকে চিরাকুটিস্থিত রঞ্জন সিনহার বাড়ি ৫০ মিটার দূরত্বে অবস্থিত। গাড়ি ভাংচুরের ঘটনায় রঞ্জন সিনহা প্রকাশ্যেই জানান যে, গাড়িটি যারা ভাঙচুর করেছে এরা সকলেই শাসক দলের সমর্থক। তাদের প্রত্যেকের বাড়ি চন্ডিপুর বিধানসভারবিভিন্ন এলাকায়। এই ঘটনায় কৈলাসহর মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।