স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ অক্টোবর।। ঊষাবাজার ছিনাইহানী স্থিত বড় বাজেটের পুজো উদ্যোক্তা ভারত রত্ন সংঘ। করোনা পরিস্থিতিতেও তাদের পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে বিশাল আকারে। এই বছর তাদের ভাবনা পাঁচ হাজার বছর পুরনো ঐতিহ্য বহনকারী রাম জন্ম ভূমি পবিত্র অযোধ্যার রাম মন্দির এবং সরযূ নদীর ঘাট।
কাজ চলছে জোর কদমে। ক্লাবের সহ- সভাপতি মোহিত দাস জানান করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশ মেনে এই বাড়ের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। কোন ধরনের চাকচিক্য করা হয়নি। সরকারী নির্দেশ থাকায় এই বার তার থেকে বিরত থাকা হয়েছে। মাঠে ৩০০ বাই ১৫০ ফুট জায়গা খালি রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সকলে পুজো দেখতে পারে তার জণ্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তাছাড়া থাকছে স্যানিটাইজায়, হ্যান্ড ওয়াশ, মাস্ক রাখা থাকবে ক্লাবের পক্ষ থেকে। নিজে এবং সকলে সুস্থ রাখার বার্তা নিয়ে মানূষ পুজো দেখবে বলে আশা ব্যক্ত করেন ক্লাবের সহ- সভাপতি মোহিত দাস । সরকারী নির্দেশকে মান্যতা দিয়েই পুজো করা হচ্ছে। এতে কোন জটিলতা নেই। মূর্তির আকার ছোট করা হয়েছে। তবে প্রশাসনিক অনুমতি কিছু দিনের মধ্যে চলে আসবে। বাকী সমস্ত অনুমতি চলে এসেছে বলে জানান তিনি। এবারের বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। এই বছর চাঁদা নেওয়া হচ্ছে না। কেবল মাত্র ক্লাবের ৭০০ সদস্যসের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়েই এই পুজো করা হচ্ছে। কিন্তু কেউ এসে পুজো জন্য টাকা দিলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানান ক্লাবের সহ- সভাপতি মোহিত দাস । চাঁদা তোলার জন্য বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে না বলে জানান তিনি।
এই বছর করোনা পরিস্থিতিতে টানা ২৩ দিন গরীব দুঃস্থদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। একই সঙ্গে এলাকার এক মেধাবী ছাত্রীকে আর্থিক ভাবে সহায়তা করা হয়েছে। এলাকার অনাথ আশ্রম গুলিতে ধারাবাহিক ভাবে সাহায্য প্রদান করা হচ্ছে । এই ধরনের সামাজিক কাজ সারা বছর ধরে চলছে বলে জানান তিনি।